কাজ করবেন ওয়ার্কপ্লেসে, বিটকয়েন আসবে বাতাসে ক্লাইন্ট আমাকে বিটকয়েন দিয়ে পে করতে চায়, নিবো নাকি নিবো না, নিলে কীভাবে নিবো? এই প্রশ্নটা বর্তমানে অনেক ওয়ার্কপ্লেসের ফেসবুক গ্রুপে দেখা যায়। কেও বলে নেন, কেও বলে নিয়েন না, কেও বলে আমাদের দেশে এটা ব্যান আবার কেও বলে আমাকে ইনভক্স করেন কিন্তু কোনো লজিক্যাল উত্তর নেই। তাই চিন্তা করলাম […]
ব্লকচেইন? সে আবার কি? আল্টিমেট অখাটি বাংলায় ব্লকচেইন ১০১
আজ শুক্রবার, বাংলাদেশে সব ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্টানই বন্ধ, আগামীকালও বন্ধ থাকবে। কেনই বা থাকবে না? সবারইতো একটু আরাম আয়েশ এবং ছুটি দরকার লাগে। তো আমার হটাত টাকার প্রয়োজন পরলো এবং ব্যাংকে সব টাকা। তো এটি এম বুথ তো আর বন্ধ থাকে না? তা অবশ্যই থাকে না কিন্তু এটি এম বুথেও টাকা তোলার একটা সর্বোচ্চ […]